যে সাতটি কারণে এখন Used Phone কেনা উচিৎ নয়
কেন Used Phone এখন কেনা উচিৎ নয়? (৭টি কারন)
আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পুরাতন ফোন কেনা একেবারেই উচিত না, তার মূলত সাতটা কারণ রয়েছে। এই সাতটি কারণের মধ্যে নাম্বার ওয়ান কারণটা হলো :
1. এখন যারা ফোন বিক্রি করে, তার মধ্যে কোনো না কোনো কোন প্রকার সমস্যা আছে। এখন সমস্যা ছাড়াই কেউ ফোন সেল করা না। সাধারণত আমরা
শুনে থাকি যে ফোন বিক্রি করে এক ব্র্যান্ড থেকে আরেক ব্র্যান্ডে কনভার্ট হচ্ছে বা তার পছন্দের ফোন নিতে চাচ্ছে। কিন্তু ফোনের এখন যে উল্টাপাল্টা দাম, এই মুহূর্তে সমস্যা ছাড়া কেউ ফোন বিক্রি করেনা। হতে পারে যে ফোনটা কিনেছে তা ক্যামেরা অত ভালো লাগেনি অথবা কল কোয়ালিটি অথবা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। কারণ এই মুহূর্তে কিন্তু নেটওয়ার্কের প্রবলেম পুরো দেশব্যাপী দেখা দিচ্ছে।
এই দুইটা মেইন কারনে অনেকে ফোন সেল করে। আবার দেখা যাচ্ছে গেমিং তার মন মতো হচ্ছে না। যে কারণে সে ফোনটা সেল করে দিচ্ছে।
খুব বড় একটা ইম্পরট্যান্ট বিষয় সেটা হলো অনেক সময় ফোনগুলোতে সেনসরের সমস্যা দেখা দেয়। নেটের প্রবলেম থাকে, যেমন ধরেন- প্রক্সিমিটি সেনসর অফ দা মোস্ট ইম্পর্টেন্ট সেন্সর । আপনি যখন কারো সাথে কথা বলবেন, আপনি ফোনটা যখন কানে কাছাকাছি আনেন তখন কিন্তু ডিসপ্লে টা বন্ধ হয়ে যায়।অনেক ফোনে দেখা যায় কথা বলা শেষ হয়ে যাওয়ার পরও অনেকক্ষণ ডিসপ্লে অন হয়না।
2. এরপর হচ্ছে ডিসপ্লে প্রবলেম। অনেক ক্ষেত্রে দেখা যায় ডিসপ্লেতে চাপ লাগার কারণে ডিসপ্লে সমস্যা হয়। মাঝে মাঝে ডিসপ্লেতে গ্রীন লাইন দেখা যায়।
3. এরপর হচ্ছে ব্যাটারি লাইফ! ব্যাটারির একটা নির্দিষ্ট life-cycle থাকে। সচরাচর একটা ব্যাটারি 500 সাইকেল থেকে 1000 সাইকেল পর্যন্ত হয় থাকে। পুরনো ফোনগুলোতে ব্যাটারির লাইফ সার্কেল কমে যায় / নষ্ট হয়ে যায়। আপনি হয়তো ব্যাটারি চেঞ্জ করার কথা চিন্তা করতে পারেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্যাটারি চেঞ্জ করতে যেয়ে ফোনে অন্য প্রবলেম তৈরি হয়ে যায়। কারন এখনকার যুগের ফোনটা খুলতে হয় হিট গান দিয়ে, হিট গান গিয়ে গাম খুলে দেন, এতে অনেক সময় ফোনের প্রবলেম হয়, তো আমি মনে করি ব্যাটারি চেঞ্জ করতে হবে এরকম ফোন না কেনাই ভাল।
4. আপনারা যারা পুরাতন ফোন নিতে যাচ্ছেন , মেইনলি 2020 সালের আগের ফোনগুলো। 2020 এর আগের ফোন নেয়া একেবারেই ঠিক হবেনা। সেটা যতই ভালো কনফিগারেশের হকনা কেন। তার কারণ এসব ফোন ব্যাটারি ব্যাকআপ কম দিবে।
5. স্যামসাংয়ের পুরাতন ফোন কখনো আপনারা কিনবে না। কারণ স্যামসাংয়ের ফোনে কোনো প্রবলেম না হলে কেউ সেল করে না।
6. সর্বশেষ একটা কথা বলব আপনারা কখনোই ইনফিনিক্স, টেকনো, সিম্ফোনি, ওয়ালটন কোম্পানির ফোন সেকেন্ড কিনবেন না এমন হতে পারে কেউ হয়তো গতকালকে কিংবা দুই তিন দিন আগে কিনেছি এখন সেল করে দিচ্ছে সেটা আপনি কিনতে পারেন, সবকিছু জেনে শুনে বুঝে।
এই ফোনগুলো যখন প্রবলেম হয় তখন এই ফোনে প্রবলেম সলভ করা যায় না। প্রবলেম হলে হতেই থাকে আর সবচেয়ে কমন প্রবলেম হলে এই ফোনগুলোর লেগিংস হতে থাকে। এর থেকে বেটার হয় আপনি যদি অন্য ব্র্যান্ড-নিউ কিনতে পারেন। ভুলেও সেকেন্ডহ্যান্ড ওয়ালটন, সিম্ফোনি, টেকনো, ইনফিনিক্স এই ফোন গুলো আপনারা কিনবেন না। এটা আপনাদের জন্যই ভালো হবে। পসিবল হলে টাকা কিছুটা বাড়িয়ে ব্রান্ড নিউ ফোন কিনতে পারেন। সেকেন্ড হ্যান্ড না কেনাই বাটার এই মুহূর্তে।
7. একটা কথা বলব যদি আপনার পুরাতন ফোন কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই
"সেই ফোনটার অরিজিনাল রিসিপ প্লাস অরিজিনাল বক্স নিবেন। তার সাথে যার থেকে ফোন নিচ্ছেন তার ভোটার আইডি কার্ড টার ফটো কপি ও তার ছবি নিয়ে রাখবেন। সাথেসাথেই তার ভোটার আইডি কার্ড যাচাই করবেন, আসলেই তার রিয়েল আইডি কার্ড নাকি ভুয়া ভোটার আইডি কার্ড দেয় সেটাও চেক করে নিবেন।
0 comments: