টিকটকের সাথে পাল্লা দিতে বদলে যাচ্ছে ফেসবুক | Facebook New Look

টিকটকের সাথে পাল্লা দিতে বদলে যাচ্ছে ফেসবুক | Facebook New Look

টিকটকের সাথে পাল্লা দিতে বদলে যাচ্ছে ফেসবুক | Facebook New Look


কেমন হচ্ছে নতুন চেহারা?

পাল্টে যাচ্ছে ফেসবুক, বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। লেগছে পরিবর্তনের হাওয়া। 

জনপ্রিয়তার দৌড়ে টিকে থাকা বলে কথা, 28 জুলাই থেকে ফেসবুকে দেখা যাবে নতুনরূপে আপডেট হচ্ছে নিউজফিড।

সেখানে দেখা মিলবে হোম অফ ইটস নামে দুটি ট্যাবের। আসবে নতুন ভিডিও ফিচার। টিকটক হোমপেজের মত ভার্টিক্যাল ফরমেটে থাকবে পাবলিক ভিডিও। শোয়াইব করলেই সামনে হাজির হবে একের পর এক নতুন কনটেন্ট। ফেসবুক অ্যাপ এ যুক্ত হচ্ছে টিকটকের ফর ইউ এর মত ফিচার, আসবে ফ্রেন্ড লিস্টের বাইরে থাকা ইউজারদের ভিডিও।

গ্রাহকের জন্য থাকবে পৃথক হোমপেইজ, কনটেন্ট সাজাবে মেশিন লার্নিং প্রযুক্তি। হোমস্ক্রিন থেকে দেখা যাবে এবং স্টোরিজ এ থাকবে নতুন স্ট্রিমিং ট্যাব। স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে অধিক ব্যবহৃত ফিচার এর সর্টকার্ট। 

ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা বলছে, ভিডিও কনটেন্ট এর গুরুত্ব বাড়ছে। সোসাল প্লাটফর্ম থেকে ফেসবুক হয়ে উঠবে ডিসকভারি ইঞ্জিন। পেছনের অ্যালগরিদম পরিচালনা করবে ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

তবে আগের মতোই থাকছে ফেসবুক গ্রুপ। নতুন ফিচার যুক্ত করার পাশাপাশি বন্ধ হচ্ছে বিভিন্ন পুরনো সুবিধা। জনপ্রিয়তার বিচারে পতনের সংখ্যায় আছে প্রতিষ্ঠানটি।

2021 সালের শেষ তিন মাসে প্লাটফরমটি হারিয়েছে প্রায় 10 লক্ষ ইউজার। আচ লেগেছে প্যারেন্ট কোম্পানি মেটার। শেয়ারে এক দিনেই তারা লস করেছে 200 মিলিয়ন ডলারের বেশি, অন্যদিকে অবিশ্বাস্য গতিতে বাড়ছে টিকটকের জনপ্রিয়তা। ভবিষ্যৎ সোশ্যাল মিডিয়ায় চলবে টিকটকের একচ্ছত্র রাজত্ব।

মেটার সিইও মার্ক জাকারবার্গ ভাবছেন টিকটক তাদের জন্য মারাত্মক হুমকি। তবে আসন্ন পরিবর্তনের জন্য সমালোচনার মুখে পড়েছে।

ফেইসবুক প্রেমীরা বলছেন, সোশ্যাল প্লাটফরমটি পরিণত হচ্ছে টিকটকের ডুপ্লিকেট হিসেবে। সামাজিক নেটওয়ার্কের আন্তরিক যোগাযোগ মাধ্যম ছিল ফেসবুক। ফেসবুকের মূল বৈশিষ্ট্য এন্টারটেইনমেন্ট। প্ল্যাটফর্মের এসব পরিবর্তন হলে ফেসবুক হারাবে তার মৌলিক চরিত্র।

স্বল্পদৈর্ঘ্যের ভিডিও কনটেন্ট  তরুণ ব্যবহারকারীদের প্রথম পছন্দ। টিকটকের জনপ্রিয়তার অন্যতম কারণ এইসব সর্ট কন্টেন্ট। ফেসবুক এবার অনুসরণ করছে টিকটকের দেখানো পথ, মেটা আশা করছে আবার ফিরবে ফেসবুকের সুদিন।।

হাফিজুল ইসলাম  

Similar Movies

0 comments: